‘অক্টোপাসের’ মতো জাপটে ধরে ট্রাম্প আমার সারা শরীর স্পর্শ করেছেন

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

‘অক্টোপাসের’ মতো জাপটে ধরে ট্রাম্প আমার সারা শরীর স্পর্শ করেছেন

নিউ সিলেট ডেস্ক :: নারী বিষয়ে অশোভন মন্তব্য নিয়ে তুলকালামের পর এবার যৌর নিপীড়নের অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছরের বেশি সময় আগে বিমানে করে উড়োজাহাজে করে কোথাও যাচ্ছিলেন ট্রাম্প।

একই ফ্লাইটে ট্রাম্পের সাথে যাচ্ছিলেন দু’নারী যাদের নাম জেসিকা লিডস ও মিসেস রাসেল কুকস।
ট্রাম্পের পাশের আসনটিতে বসেছিলেন ওই দুই নারীর একজন, তিনি অভিযোগ তুলেছেন, ট্রাম্প তার শরীর অশোভনভাবে স্পর্শ করেছিলেন। ঐ নারীর ভাষায়, ‘অক্টোপাসের’ মতো জাপটে ধরে ট্রাম্প আমার সারা শরীর স্পর্শ করেছেন।

অন্য একজন নারী অভিযোগ করেছেন, ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে তার ইচ্ছার বিরুদ্ধে ঐ নারীর মুখে চুম্বন করেছিলেন ট্রাম্প।

এই দুই নারীকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে ঐ দুইজন নারী অভিযোগ তুলেছেন, ট্রাম্প তাদের ইচ্ছার বিরুদ্ধে অশোভন আচরণ করেছেন এবং কখনো তা নিয়ে দুঃখ প্রকাশ করেননি।

অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগকে নাকচ করে দিয়েছে তার প্রচারণার কাজে নিযুক্ত দল। ঐ প্রতিবেদন এবং অভিযোগকে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

তবে অভিযোগকারী নারী দুইজনই আগে কখনো বিষয়টি নিয়ে অভিযোগ তোলেননি। যদিও নিজেদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে আলাপ করেছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হওয়ায় তারা মুখ খোলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।



This post has been seen 575 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১