সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: গালি বন্ধ না করলে মধ্যাকাশে বিমান ধ্বংস করে দেবেন- ঈশ্বরের কাছ থেকে নাকি এমন হুমকি পেয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বিমানেই প্রতিজ্ঞা করেছেন তিনি আর গালি দেবেন না। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার রাজনৈতিক শত্রু সিনেটর লেইলা ডি লিমা সম্পর্কে কথা বলার সময় এই প্রতিজ্ঞা প্রযোজ্য হবে না। খবর বিবিসির।
জাপান সফর শেষে গতকাল বৃহস্পতিবার ফিলিপাইনের দাবাও বিমানবন্দরের পৌঁছে রদ্রিগো সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, বিমান ওড়ার সময়ই তিনি শুনতে পান ঈশ্বরের কণ্ঠ।
রদ্রিগো বলেন, ‘আমি বিমানে ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই। তিনি আমাকে বলেন, ‘গালাগাল বন্ধ করো, নয়তো মাঝ আকাশে বিমান ধ্বংস করে দেব’। আমি তখনই প্রতিজ্ঞা করি, আর কোনোদিন গালাগাল দেব না।’
গালিবাজ হিসেবে দুতের্তের বেশ কুখ্যাতি রয়েছে। পশ্চিমা নেতাদের গালমন্দ করে নিজ দেশে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘বেশ্যার ছেলে’ বলে মন্তব্য করেছেন দুতের্তে। ইউরোপিয়ান ইউনিয়নকে ‘ভণ্ড’ বলেছেন এবং জাতিসংঘ থেকে ফিলিপাইনের বের হয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন তিনি। এ ধরনের আচরণের কারণে জনগণ তাকে হিটলারের সঙ্গে তুলনা করছে। তবে রদ্রিগো এ ধরনের তুলনাকে প্রশংসা হিসেবে নিয়েছেন। আনন্দের সঙ্গে তিনি বলেছেন, ৩০ লাখ মাদকাসক্তকে হত্যা করতে চান তিনি।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দুতের্তে। পুলিশ ও ভিজিল্যান্ট গ্রুপের সদস্যরা ইতিমধ্যে হাজার হাজার মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে হত্যা করেছে। এ কারণে দুতের্তে বেশ বিতর্কিত।
দুতের্তে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করে বলেন, তিনি গালি, খারাপ শব্দ উচ্চারণ এবং এ রকম কোনো কিছুই করবেন না। সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা মানে তার ফিলিপাইনের মানুষের কাছেও প্রতিজ্ঞা।
স্থানীয় গণমাধ্যমে দুতের্তেকে উদ্ধৃত করে বলা হয়েছে, তার এই প্রতিজ্ঞা ক্ষেত্রবিশেষে সীমিত হতে পারে। বিশেষ করে যখন তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার রাজনৈতিক শত্রু সিনেটর লেইলা ডি লিমা সম্পর্কে কথা বলবেন। এটি নির্ভর করছে পরিস্থিতির ওপর।
অধিকাংশ ফিলিপিনো নাগরিকের মতো দুতের্তে একজন রোমান ক্যাথলিক। পোপের ফিলিপাইন সফরকালে ট্রাফিক জ্যাম সৃষ্টির জন্য তাকেও ‘বেশ্যার ছেলে’ বলে গাল দেন দুতের্তে।
ফিলিপাইনের দীর্ঘদিনের মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘বিচ্ছিন্ন’ হতে চান দুতের্তে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে দুই বছরের মধ্যে ফিলিপাইন ছেড়ে চলে যেতে বলছেন দুতের্তে। সম্প্রতি এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি