কায়রোকে পাল্টে নতুন রাজধানী গড়তে যাচ্ছে মিশর

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

কায়রোকে পাল্টে নতুন রাজধানী গড়তে যাচ্ছে মিশর

নিউ সিলেট ডেস্ক :: মিশরের রাজধানীতে কায়রোকে পাল্টে নতুন রাজধানী গড়তে যাচ্ছে দেশটির সরকার। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নতুন রাজধানী তৈরির উদ্যোগ নিয়েছেন। কায়রোর ক্রমাগত ট্রাফিক জ্যাম, বায়ু দুষণ ও বাড়িভাড়া সংকটের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আর অত্যাধুনিক এই রাজধানী গড়তে প্রয়োজন ৪৫০০ কোটি মার্কিন ডলার। তবে এরইমধ্যে চীনের দু’টি প্রতিষ্ঠান থেকে ৩৫০০ কোটি ডলার পাবার প্রতিশ্রুতি পেয়েছে সিসি প্রশাসন।

মিশরের দৈনিক আল আহরামের বরাত দিয়ে যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেনডেন্ট অনলাইনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

চীনের ফরচুন ল্যান্ড ডেভলপমেন্ট কোম্পানি বা সিইএলডি’র ২ হাজার কোটি মার্কিন ডলার এবং রাষ্ট্র পরিচালিত আরেকটি কোম্পানি ১ হাজার ৫শ’ কোটি ডলার দিতে সম্মত হয়েছে।

মিশরের দৈনিক আল আহরাম জানিয়েছে, এরইমধ্যে নতুন রাজধানী নির্মাণের কাজ শুরু হয়েছে।কায়রোর পূর্বে ৭শ’ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তা করা হচ্ছে। নতুন রাজধানী পৃথিবীর সবচেয়ে আধুনিক স্থাপত্য ও সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা হবে। এখানে ১হাজারের বেশি মসজিদ, পরিকল্পিত গ্রাম, শিল্প এলাকা, ইসলামিক যাদুঘর এবং ৫ হাজার আসন বিশিষ্ট কনফারেন্স হল থাকবে।

৫০ লাখ মানুষের বসাবাসযোগ্য পরিকল্পিত নগরী হবে এটি। তবে নতুন রাজধানীর নাম এখনো ঠিক করেনি মিশরের সামরিক প্রশাসন।নতুন রাজধানী তৈরি করতে সময় লাগবে ৫ বছর । নতুন শহরের প্রবেশদ্বার, যেখানে থাকবে পরিকল্পিত গ্রাম, শিল্প এলাকা।



This post has been seen 682 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১