বিমানে আগুন : অল্পের জন্য বেঁচে গেলেন ১৭০ আরোহী

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

বিমানে আগুন : অল্পের জন্য বেঁচে গেলেন ১৭০ আরোহী

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার উড্ডয়নের সময় আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানে আগুন ধরে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ১৭০ আরোহী।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিনের ত্রুটি থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। বিমানটিতে নয়জন ক্রু এবং ১৬১ যাত্রী ছিলেন।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

আমেরিকান এয়ারলাইনসের বোয়িং-৭৬৭ বিমানটি শিকাগোর ও’হার বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে উড্ডয়ন করার সময় দুর্ঘটনায় পড়ে। মুহূর্তে বিমানটি নিয়ন্ত্রণ করে রানওয়েতে স্থির করেন পাইলট। ইমার্জেন্সি এক্সিট পয়েন্ট দিয়ে যাত্রীদের বের করে নেওয়া হয়। এ সময় ২০ যাত্রী আহত হলেও তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

যাত্রীরা জানিয়েছেন, বিমানটি রানওয়েতে নামিয়ে আনার সময় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং একটি বিস্ফোরণের শব্দ শোনেন তারা। সারা আহমেদ নামে এক যাত্রী জানান, বিমানের ডান পাশের সব যাত্রী বাঁ পাশে চলে আসেন। সবাই চিৎকার করছিলেন। একজন আরেকজনের ঘাড়ে উঠে দরজা খোলার চেষ্টা করছিলেন। আতঙ্কে সবাই চিৎকার করছিলেন।

সারা আরো জানান, মুহূর্তেই বিমানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। জানালার অপর পাশে আগুন দেখা যায়। আগুনে পুড়ে গলে যাচ্ছিল জানালা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, যেসব যাত্রী তাদের গন্তব্যে যেতে চান, তাদের অন্য ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হবে।



This post has been seen 415 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১