কেরিয়ার ছাড়া আর কিছু ভাবছি না

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭

কেরিয়ার ছাড়া আর কিছু ভাবছি না

নিউ সিলেট ডেস্ক :::  বলিউডে বিয়ে মানে নায়িকাদের কেরিয়ার শেষ। ব্যতিক্রম টলিউড। শ্রাবন্তী বা প্রিয়ঙ্কা, বিয়ের পর কারও কেরিয়ারেই ফুলস্টপ পড়েনি। দ্বিতীয় বিয়ের পর শ্রাবন্তী ফের ময়দানে। রাজের সঙ্গে ঝামেলা মিটিয়ে প্রিয়ঙ্কারও হাত ভর্তি ছবি
কেরিয়ার, বিয়ে, বিচ্ছেদ, বিরতি এই তিনটে জিনিস শ্রাবন্তীর সঙ্গে আষ্টেপ়ৃষ্ঠে জড়িয়ে। তবে এবার সেই স্ট্রাগলের পালা মিটতে চলেছে। শ্রাবন্তীর এখন একটাই টার্গেট, টলিউ়়ডের এক নম্বর জায়গা।
‘‘এখন কেরিয়ার ছাড়া আর কিছু ভাবছি না,’’ বললেন শ্রাবন্তী। একটা সময় পরপর হিট দিয়েছেন। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর টলিউডে খানিকটা পিছনে পড়ে গিয়েছিলেন। কৃষণের সঙ্গে রে়জিস্ট্রি করে সংসার সামলে ফের ময়দানে নামছেন। এবার শ্রাবন্তী অনেক বেশি প্রত্যয়ী। জোর গলায় বললেন, ‘‘এক নম্বর জায়গাটা চাই।’’
এক নম্বর জায়গার জন্য পয়লা নম্বরের পরিচালকের ছবিও চাই। আর সেটা পেয়েও গিয়েছেন শ্রাবন্তী। টলিউডে জোর খবর, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ ছবিতে কাজ করছেন শ্রাবন্তী। নায়িকা অবশ্য এ ব্যাপারে একেবারেই মুখ খুলতে নারাজ। কেরিয়ারের জন্য এর থেকে ভাল ব্রেক যে আর হতে পারে না সেটা টলিউডে তার ঘনিষ্ঠ মহলের অনেকেই মনে করছেন। শ্রাবন্তী এসকে মুভিজের পরের ছবিরও নায়িকা। সেখানে তিনি হ্যাজব্যান্ড কৃষণের বিপরীতে। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।  টলিউডে ডেবিউ করছেন কৃষণ। বললেন, ‘‘আমার সিনেমার আসার পুরো কৃতিত্বই শ্রাবন্তীর। সবটাই ও দেখছে।’’  তবে কি শ্রাবন্তী এবার থেকে কৃষণের সঙ্গেই ছবি করবেন?  হ্যাজব্যান্ডের সঙ্গে জুটি বেঁধে ছবি করার ইতিহাস কিন্তু ভাল নয়। বলিউডে এভাবে অনেক নায়িকারই কেরিয়ার ডুবেছে। শ্রাবন্তীর কথায়, ‘‘কৃষণের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভাল। আমি সকলের সঙ্গেই কাজ করব।’’ সংসার করতে গিয়ে কেরিয়ারের দৌড়ে পিছিয়ে পড়লেন না? ‘‘কেরিয়ার সব সময় আমার ফোকাসে ছিল। কিন্তু আমি সংসারটাও করতে চেয়েছিলাম। অনেক ছোট বয়েসে বিয়ে করেছি। ছেলে হওয়ার পরে নায়িকা হিসেবে হিট দিয়েছি। কৃষণ আর আমার সংসার এখন ভাল চলছে। তাই আবার কেরিয়ারে ফেরত আসছি।



This post has been seen 472 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১