সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭
নিউ সিলেট ডেস্ক ::: নামে যে এসে যায়, বোঝা গেল তৈমুর নামকরণে! এত সমালোচনার কারণেই কি ছেলের নাম বদলের কথা ভাবছেন সেফ-করিনা? নামেই বিপত্তি। নামেই বিভ্রাট। তাই ছেলের নামটাই বদলে দিলেন করিনা কপূর খান। তৈমুরকে এখন ডাকছেন লিটল জন বলে। সদ্যোজাতও যে ‘ট্রোলড’ হতে পারে, সেটা বোঝা গেল তৈমুরের নামকরণ হওয়ার ঘটনাতেই! গত বছর ২০ ডিসেম্বর ছেলে হওয়ার পর সেফ আলি খান নাম রাখেন তৈমুর, অর্থাৎ ইস্পাত। কিন্তু সোশ্যাল মিডিয়া নামের অর্থের ধার ধারেনি। ইতিহাসের চরিত্র তৈমুর লঙের সঙ্গে সরাসরি তুলনা চলতে থাকে। এবং গোটা বিষয়টাই নেতিবাচক দিকে চলে যায়। কপূর এবং খান পরিবার ঘটনায় চূড়ান্ত বিস্মিত হয়েছিল! ঋষি কপূর যেমন টুইটারে নিন্দুকদের একহাত নেন। সেফও মুখ খোলেন। তাদের যুক্তি ছিল, তৈমুর লঙের সঙ্গে নামকরণের কোনও সম্পর্ক নেই। ছোট একটি বাচ্চাকে নিয়ে এভাবে বিতর্ক তৈরি না হওয়াই বাঞ্ছনীয়। কিন্তু সোশ্যাল মিডিয়া কোনদিন এসবের তোয়াক্কা করেছে? ‘তৈমুর শর্ট’ মিমও তৈরি হয়ে যায়। করিনা-সেফের ঘনিষ্ঠদের মতে বিতর্ক এড়াতেই তারা তৈমুরকে ‘লিটল জন’ বলে ডাকছেন। কিছুদিন আগে সেফ একবার ইঙ্গিতও দিয়েছিলেন যে, তারা নাম বদলে দিতে পারেন। সেফের বক্তব্য ছিল, ‘‘এই ট্রোলিংয়ের জন্য বাচ্চার উপর খারাপ প্রভাব পড়তে পারে।’’ যদিও সেই সময় করিনা নাম বদলের একেবারে বিরুদ্ধে ছিলেন। করিনার কথায়, ‘‘যে সিদ্ধান্ত একবার নিয়েছি, সেটা বদলে দিলে সাধারণ মানুষের আমাদের প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে।’’ সেফ তখন করিনার কথা মেনে নেন। অফিশিয়ালি তারা বাচ্চার নাম পরিবর্তন না করলেও, তৈমুরের বদলে ‘লিটল জন’ নামেই খুদে সদস্যকে ডাকছেন।
করিনার ডাক নাম বেবো। করিশ্মার লোলো। কপূর পরিবারে মজার নামকরণ করার চল রয়েছে। করিনার ঘনিষ্ঠদের মতে, নায়িকাও সেই পথে হেঁটেই ছেলেকে ‘লিটল জন’ বলছেন। রবিন হুডের প্রধান সহযোগীর নামও ছিল লিট্ল জন। করিনা কি তাহলে রবিন হুডের ভক্ত? যেমনভাবে তার মা ববিতা লিও টলস্টয়ের বই অ্যানা কারনিনা থেকে করিনার নাম রেখেছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি