তেঁতুলপাতায় স্বজন?

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

তেঁতুলপাতায় স্বজন?

নিউ সিলেট ডেস্ক ::: নেপোটিজম নিয়ে বলিউডে তুলকালাম। অভিযোগের কেন্দ্রে কর্ণ জোহর। সত্যিই কি তিনি স্বজনপোষণ করে থাকেন? কঙ্গনা রানাওয়াত আর কর্ণ জোহরের মধ্যে বিরোধ যতই থাক, দু’জনের মধ্যে মিলও কম নেই। দু’জনের কেউই রেখে ঢেকে কথা বলতে জানেন না। এ রকম দু’জন যদি সম্মুখসমরে নামেন তা হলে ‘বিস্ফোরণ’ বেশ ভাল মতোই হয়! বলিউডে কর্ণের দাপট কম নয়। নিজের পরিচালনা ছাড়া তার প্রযোজনা থেকে বছরে অন্তত গোটা দশেক ছবি তৈরি হয়। কিন্তু এ পর্যন্ত কঙ্গনা মোটে একটাই ছবি (উঙ্গলি) করেছেন কর্ণের প্রযোজনায়। অথচ তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তাকে পেতে একাধিক প্রোডাকশন হাউস উন্মুখ। বলিউড মনে করছে, কফি উইথ কর্ণ’-য় আসার সুযোগ পেয়ে কঙ্গনা গায়ের জ্বালা মিটিয়ে নিয়েছেন। শোয়ে কর্ণকে সরাসরি আক্রমণ করে কঙ্গনা বলেন, ‘‘ফ্ল্যাগ বেয়ারার অফ নেপোটিজম। কর্ণ সেই মুহূর্তে জবাব দিতে না পারলেও কিছুদিন পরেই মোক্ষম টিপ্পনি কাটলেন। বললেন, ‘‘কঙ্গনা মহিলা তাসটা খেলবেই। ইন্ডাস্ট্রি নিয়ে সমস্যা থাকলে ছেড়ে দিক। এখন প্রশ্ন, কর্ণ এমন কী করেছেন, যে কঙ্গনা তার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুললেন?
কর্ণের দাদাগিরি
বলিউডে যে কয়েকটা লবির পেশিশক্তি জোরদার, তার মধ্যে কর্ণ জোহর অন্যতম। তার ক্যাম্প থেকে ডেবিউ করা মানে ভবিষ্যৎ নিশ্চিত। আলিয়া ভট্ট, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্রর কেরিয়ার গ্রাফ দেখলেই সেটা বোঝা যায়। কর্ণকে ‘পেরেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি’ বলা যায়। রণবীর কপূর যেমন তার অন্যতম পছন্দের নায়ক। রণবীর পরপর ফ্লপ দিলেও কর্ণ তাকে ছবি দিয়ে গিয়েছেন। যাদের হাত ধরেন তাদের সাঁকো পার করেই ছাড়েন। যাদের পছন্দ করেন না সেখানে ‘কাঠি’ করে থাকেন। এই জায়গাতেই ঠুকেছেন কঙ্গনা। কর্ণের সঙ্গে আদিত্য চোপড়ার ভাল সম্পর্ক। তাই যশ রাজ ফিল্মমে কারা কাজ করবেন সেটা নিয়েও কর্ণ ‘মাতব্বরি’ করতে পারেন। যেমনটা তিনি অনুষ্কা শর্মার সময়ে করেছিলেন। ‘রব নে বনা দি জোড়ি’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে ডেবিউ করার জন্য অনুষ্কার নাম বাতিল করে দিয়েছিলেন। অনুষ্কার কেরিয়ার শেষ করে দিতে পারেন এমন মন্তব্যও করেন কর্ণ। যে কথা পরিচালক পরে নিজেই স্বীকার করেন। পরে অবশ্য অনুষ্কার সঙ্গে তার সম্পর্ক ভাল হয়ে যায়। শাহরুখ, সলমন এমনকী অনুরাগ কাশ্যপের সঙ্গেও কর্ণের ভাল সম্পর্ক। তাই তিনি সেখানেও প্রভাব খাটিয়ে থাকেন।
স্বজনপোষণ অন্যত্রও
মাথায় যশ রাজ ফিল্মসের হাত থাকাটাও সৌভাগ্যের। সলমন আর শাহরুখের ক্যাম্পও বেজায় জোরদার। এই ক্যাম্পগুলোর সঙ্গে যাদের সদ্ভাব তাদের মুশকিল আসান। নইলে চাপ আছে। যে চাপটা প্রিয়ঙ্কা চোপড়াকে ভুগতে হয়েছে। শাহরুখের সঙ্গে ঝামেলার পর বলিউডে একঘরে হয়ে যান প্রিয়ঙ্কা। এখানেও কর্ণের কিঞ্চিৎ হাত ছিল। এই চাপ আবার দীপিকা পাড়ুকোনের একেবারেই নেই। নেপোটিজমের গন্ধ সর্বত্র। সলমনের স্নেহধন্য হলে কেরিয়ার সেট। ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমটা ভেঙে গেলেও তিনি ভাইজানের নেকনজরেই আছেন। সলমন আবার মাঝে মধ্যে লোকজনকে লঞ্চ করেও বসেন। নয়তো অন্যত্র ‘রেফার’ করে দেন।



This post has been seen 544 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১