প্যাড ম্যান অক্ষয়

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

প্যাড ম্যান অক্ষয়

নিউ সিলেট ডেস্ক ::: একটার পর একটা কাজে ডুবে আছেন অক্ষয়কুমার। ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির শ্যুটিং শেষ করতে না করতেই আবার ফিল্মের সেটে তিনি। আর বালকির পরিচালনায় ‘প্যাড ম্যান’ ছবির শ্যুটিং শুরু করেদিলেন। এ ছবির প্রযোজক আবার টুইঙ্কল খন্না। খবরটা জানিয়ে টুইট করেন অক্ষয়। মেয়েদের জন্য সস্তায় স্যানিটরি ন্যাপকিন বানিয়েছিলেন অরুণাচালম মুরুগানানথম। ‘প্যাড ম্যান’ তারই বায়োপিক। ছবিতে অক্ষয় ছাড়াও আছেন সোনম কপূর আর রাধিকা আপ্তে।



This post has been seen 491 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১