জনপ্রিয়তায় পাল্লা দিচ্ছে ‘বাহুবলী-২’

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

জনপ্রিয়তায় পাল্লা দিচ্ছে ‘বাহুবলী-২’

নিউ সিলেট ডেস্ক ::: সারা ভারতজুড়ে শুক্রবার মুক্তি পেলো বাহুবলী-২। কাটাপ্পা কেন বাহুবলীকে মারতে চেয়েছিলো তা জানার জন্য সিনেমা হলের সামনে পড়েছিলো লম্বা লাইন। বাহুবলী-২ শুধু তার সিনেমাটোগ্রাফি, কাহিনী ও সংলাপের জন্য তুমুল জনপ্রিয়তা পাচ্ছে না বরং এখানে ব্যবহৃত গহনাও সবার নজরে পড়েছে। সেগুলোও জনপ্রিয়তাও পেয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে শুক্রবার বাহুবলী-২ চলচ্চিত্রের সঙ্গে এর গহনার অফিসিয়াল কালেকশানও বাজারে ছাড়া হয়। সর্বমোট ১৫০০টি গহনা ছাড়া হয় যার মধ্যে ১০০০টি ছিলো গোল্ড প্লেটেড। আম্রপলি জুয়েলস নামে ভারতীয় গহনা প্রস্তুতকারক এ কালেকশান তাদের হায়দ্রাবাদ শোরুমে নিয়ে আসে।
গোল্ড প্লেটেড ছাড়াও রূপা, কুন্দন, মাল্টি কালারের পাথর ও মুক্তার গহনাও আছে। নাকফুল, নোলক, হাতের বালা, মাঙ্গটিকাস (কপালের টিকলি ও চুলের), নুপূর, কানের দুল, আংটি ও বিছা রয়েছে এই কালেকশানে।
জয়পুরের আম্রপালি নিজের হাতে এই গহনা তৈরি করেছে। গহনার নকশাও তাদের করা। জয়পুর ও হায়দ্রাবাদের আম্রপালি ডিজাইন স্টুডিওতে নকশাকারীর এক বিশাল দল দুই বছর ধরে এই গহনা তৈরি করে। বাহুবলী-২ তে এই গহনা ব্যবহার করা হয়েছে।
মাত্র ৬০০ রূপি দিয়ে শুরু হয়েছে এই গহনার দাম। ৫৮ হাজার রূপি মূল্যের গহনাও রয়েছে এখানে। সারা ভারতে আম্রপালির তিরিশটি গহনার শোরুম রয়েছে।



This post has been seen 451 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১