সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭
নিউ সিলেট ডেস্ক ::: সারা ভারতজুড়ে শুক্রবার মুক্তি পেলো বাহুবলী-২। কাটাপ্পা কেন বাহুবলীকে মারতে চেয়েছিলো তা জানার জন্য সিনেমা হলের সামনে পড়েছিলো লম্বা লাইন। বাহুবলী-২ শুধু তার সিনেমাটোগ্রাফি, কাহিনী ও সংলাপের জন্য তুমুল জনপ্রিয়তা পাচ্ছে না বরং এখানে ব্যবহৃত গহনাও সবার নজরে পড়েছে। সেগুলোও জনপ্রিয়তাও পেয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে শুক্রবার বাহুবলী-২ চলচ্চিত্রের সঙ্গে এর গহনার অফিসিয়াল কালেকশানও বাজারে ছাড়া হয়। সর্বমোট ১৫০০টি গহনা ছাড়া হয় যার মধ্যে ১০০০টি ছিলো গোল্ড প্লেটেড। আম্রপলি জুয়েলস নামে ভারতীয় গহনা প্রস্তুতকারক এ কালেকশান তাদের হায়দ্রাবাদ শোরুমে নিয়ে আসে।
গোল্ড প্লেটেড ছাড়াও রূপা, কুন্দন, মাল্টি কালারের পাথর ও মুক্তার গহনাও আছে। নাকফুল, নোলক, হাতের বালা, মাঙ্গটিকাস (কপালের টিকলি ও চুলের), নুপূর, কানের দুল, আংটি ও বিছা রয়েছে এই কালেকশানে।
জয়পুরের আম্রপালি নিজের হাতে এই গহনা তৈরি করেছে। গহনার নকশাও তাদের করা। জয়পুর ও হায়দ্রাবাদের আম্রপালি ডিজাইন স্টুডিওতে নকশাকারীর এক বিশাল দল দুই বছর ধরে এই গহনা তৈরি করে। বাহুবলী-২ তে এই গহনা ব্যবহার করা হয়েছে।
মাত্র ৬০০ রূপি দিয়ে শুরু হয়েছে এই গহনার দাম। ৫৮ হাজার রূপি মূল্যের গহনাও রয়েছে এখানে। সারা ভারতে আম্রপালির তিরিশটি গহনার শোরুম রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি