সড়ক দুর্ঘটনায় মডেল সনিকা নিহত

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

সড়ক দুর্ঘটনায় মডেল সনিকা নিহত

নিউ সিলেট ডেস্ক ::: দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও তার গাড়িতে থাকা মডেল সনিকা সিংহ চৌহান আহত হন। পরে হাসপাতালে মারা যান সনিকা।
এ ঘটনায় মেডিকেল টিমের কড়া নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এ পরিস্থিতিতে যে বার্তা পুলিশ দিল, তাতে কার্যত বিপাকে পড়তে চলেছেন এ অভিনেতা।
বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা দায়ের করল টালিগঞ্জ থানার পুলিশ। তার বিরুদ্ধে ২৭৯ এবং ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মানে, বিক্রমের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং এর জেরে মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যুর অভিযোগ এনেছে পুলিশ।
কলকাতার রাসবিহারী রোডে যেখানে বিক্রমের গাড়ি দুর্ঘটনায় পড়ে সেখানকার প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় গাড়িটি দ্রুত গতিতে ছিল। ঘণ্টায় অন্তত ১০০ কিলোমিটার মতোই গতি ছিল গাড়িটি। পুলিশও প্রাথমিক তদন্তে তেমনই ইঙ্গিত পেয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বিক্রম গাড়িটি চালাচ্ছিলেন এবং তার পাশের সিটে বসেছিলেন সনিকা চৌহান। গাড়িটি বেপরোয়া গতিতে ডিভাইডারে উঠে গিয়ে ঘুরে যায়। এরপর ফুটপাতে থাকা একটি গম্বুজে গিয়ে ধাক্কা লাগে গাড়িটির সামনের অংশে। আর পিছনের অংশ গিয়ে প্রবল জোরে ধাক্কা মারে ফুটপাতে থাকা একটি সোনার দোকানের বন্ধ শাটারের একদিকে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুর্ঘটনা ঘটেছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য। কলকাতা শহরের কোনো রাস্তাতেই ১০০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অনুমতি নেই। সুতরাং আইনের চোখে এটা অপরাধ। এ বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় মৃত্যুর ঘটনা ঘটেছে। সুতরাং গাড়ির স্টিয়ারিং যার হাতে ছিল এটা সম্পূর্ণভাবে তার গাফিলতি বলেই মনে করছে পুলিশ। তাই বিক্রমের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর জন্য ২৭৯ এবং এর জেরে হওয়া মৃত্যুতে ৩০৪ ধারা প্রয়োগ করা হয়েছে।
এ ধারায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে তার ২ বছরের কারাদণ্ড এবং সঙ্গে আর্থিক জরিমানা অথবা এর মধ্যে যেকোন একটি সাজা হতে পারে। যদিও বিক্রমের বন্ধু-বান্ধব এবং পরিবার ও সনিকার পরিবারের দাবি, দুর্ঘটনাস্থলে আচমকাই একটি গলি থেকে একটি গাড়ি বেরিয়ে আসে। তার সঙ্গে ধাক্কা এড়াতে গিয়েই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিক্রম। পুলিশ অবশ্য প্রত্যক্ষদর্শীদের বরাতে গলি থেকে বেরিয়ে আসা এমন কোনো গাড়ির তথ্য পায়নি।
সূত্র : এবেলা



This post has been seen 426 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১