খোলা মেলা দৃশ্যে রণবীর-বাণী! (ভিডিও)

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

খোলা মেলা দৃশ্যে রণবীর-বাণী! (ভিডিও)

নিউ সিটে ডেস্ক :::::
577
খোলা মেলা দৃশ্যে রণবীর-বাণী! (ভিডিও)
গল্পটা প্রথম শুরু হয়েছিল এক পানশালায়। রাতের আঁধার যখন নীল হয়ে জমিয়ে বসেছে নেশার মতো আনাচে-কানাচে, তখনই প্রথম বাধার মুখে পড়েন রণবীর সিং। বান্ধবীর অনুরোধে তিনিও নাচতে যান বার-ডান্সারদের সঙ্গে।
রণবীর সিং
নিয়ম মেনে বাউন্সাররা গায়ে হাত দিতে গিয়েছিল রণবীরের। কিন্তু সেখান থেকে তিনি কোনো মতে পালাতে সমর্থ হন। এবং ঠাঁই নেন হোটেলে। সেখানেই শুরু হয় তার পোল ডান্স এবং স্ট্রিপটিজ মানে একটু একটু করে পুরো পোশাক খুলে ফেলার পালা!
রণবীর সিং
একটা ঘরে শুধুই যখন বান্ধবী এবং পোশাক খুলে ফেলেছে পুরুষটি, তার পরে যা হওয়ার তাই হয়! আদরে রাত এগোতে থাকে ভোরের দিকে। সকালেই আসে সেই মোক্ষম চমকটি! যাদের ঘর, তারা দরজা খুলেই চমকে ওঠেন! এক টানে কম্বলটা সরিয়ে আবিষ্কার করেন নগ্ন রণবীর সিং আর বাণী কাপুরকে।
রণবীর সিং
সেই রহস্যটা লুকিয়ে আছে আদিত্য চোপড়ার নতুন ছবি ‘বেফিকরে’তে। সদ্য মুক্তি পেল সেই ছবির টাইটেল ট্র্যাক ‘উড়ে দিল বেফিকরে’। সেই গানে দেখা গেল বাণী আর রণবীরের উদ্দাম যৌনতাযাপন। কখনো লাইব্রেরিতে, কখনো হোটেলে অন্যের ঘরে, কখনো হাইরাইজের ছাদে।
দর্শকরা দেখুন বাণী-রণবীরের খোললাম খোলাম ভিডিও..



This post has been seen 441 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১