সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :: বলিউডের একজন অভিনেত্রীর জন্য বিয়ে মানে পেশাগত অবস্থানের সমাপ্তি নয়। আর দীর্ঘদিন ধরে বলিউডে এমনটাই চলে আসছে। ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল এসব কথা বলেন।
কাজল বলেন, “বিবাহিত অভিনেত্রীরাও বলিউডে বহু সময় ধরে কাজ করছেন। এই বিষয়টি তারা কখনোই সামনে আনেননি। লোকজনও কখনও বলেনি, ‘বিবাহিত হয়েও আপনি কাজ করছেন!’”
দুই সন্তানের এই সফল জননী আরও বলেন, ‘আপনার সামনে উদাহরণ হিসেবে রয়েছেন শর্মিলা ঠাকুর, আমার মা (তনুজা), সাইরা বানু এবং আরও অনেক অভিনেত্রী। যারা বিয়ের আগের চেয়েও বেশি অভিনয় করেছেন বিয়ের পরে।’
‘এখানে অনেক অভিনেত্রী আছেন, যারা বিয়ের আগে-পরে দুই সময়ে তাদের ইমেজ একই ছিল। আবার এখানে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন। আমার মতে, এটা নিজস্ব পছন্দের বিষয়। আবার এখানে এমন অভিনেত্রীও রয়েছেন, যারা বিয়েটাকে অভিনয় ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করছে।’
১৯৯৯ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় কাজল বলিউড অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন। তাদের দুই সন্তান। বড় মেয়ে নাইসার বয়স ১৩ বছর আর ছেলে যুগের বয়স ৬ বছর।
২০০৩ সালে নাইসার জন্মের পর তার অভিনীত ‘ফানা’ ছবিটি সুপারহিট হয়। এরপর ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কাজল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি