শাহরুখের নয় আরিয়ানের সন্তান আব্রাম!

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৭

শাহরুখের নয় আরিয়ানের সন্তান আব্রাম!

নিউ সিলেট ডেস্ক :: টক শোয়ে প্রথম ভারতীয় হিসেবে বক্তৃতা দিয়েছিলেন শাহরুখ খান। সামনে এল সেই ভিডিও। টক শোটিতে মূলত প্রযুক্তি, বিনোদন ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা। শাহরুখও তাই করলেন। কিন্তু, সঙ্গে শেয়ার করলেন ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও। তুলে ধরলেন, ছেলে আরিয়ান ও আব্রাহামকে নিয়ে বিতর্কিত রটনার প্রসঙ্গ।
শাহরুখের কথায়, চারবছর আগে তিনি ও তার স্ত্রী গৌরী ঠিক করেন তৃতীয় সন্তান নেবেন। কিন্তু, যখন সন্তান নেওয়া হল তখন রটানো হল, সদ্যোজাত আব্রাম আসলে আরিয়ানের ছেলে। তখন আরিয়ানের বয়স মাত্র ১৫ বছর। রোমানিয়ায় একজন মেয়ের সঙ্গে সম্পর্ক করে সে নাকি এই সন্তানের বাবা হয়েছে। জাল ভিডিও ছড়ানো হয়। এমন রটনার ফলে তারা অশান্তির মধ্যে ছিলেন। আরিয়ানের বয়স এখন ১৯ বছর। সে এখনও সেই রটনা নিয়ে আতঙ্কে থাকে।
অভিজ্ঞতা শেয়ারের পরে দার্শনিকসুলভ কথা শোনা যায় শাহরুখের গলায়। বলেন, আজকের দুনিয়ায় বাস্তবতা ক্রমশ কঠোর বাস্তবে পরিণত হচ্ছে। আর কঠিন বাস্তব, বাস্তবে কী ভাবছি তা বলা যাবে না।
সাম্প্রতিক ইন্টারনেট জনপ্রিয়তা পাওয়ার এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ফলে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তাও আগের থেকে অনেকটা বেড়েছে। সেই প্রসঙ্গে তার মজার অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন শাহরুখ।
বলেন, সোশাল সাইটগুলিতে সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করে কথা বলা হয়। এই যেমন ধরুন LOL, ROFL, ADIDAS ইত্যাদি। ADIDAS শব্দটি দেখে আমার খটকা লেগেছিল। কী অর্থে ব্যবহার করা হয় শব্দটি, তা নিয়ে কৌতুহল ছিল। একদিন মেয়েকে জিজ্ঞেস করি এই ADIDAS-এর মানে কী? সে আমাকে বলে, অল ডে আই ড্রিম অ্যাবাউট সেক্স।



This post has been seen 512 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১