সন্তানকে কোলে নিয়েই বিয়ে করবেন খোলে কার্দাশিয়ান

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

সন্তানকে কোলে নিয়েই বিয়ে করবেন খোলে কার্দাশিয়ান

নিউ সিলেট ডেস্ক :::::   বিয়ে করবেন ভেবেছিলেন। সেই মতো শপিংও শুরু করেছিলেন। কিন্ত এর মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেলেন এই সেলেব্রেটি। আর এই সারপ্রাইজ প্রেগন্যান্সিতে দারুণ খুশি তিনি। তিনি অর্থাত্ কিম কার্দাশিয়ানের বোন খোলে কার্দাশিয়ান।
২৫ বছরের খোলে ও তাঁর বয়ফ্রেন্ড ত্রিস্তান থম্পসন তাদের প্রথম সন্তানের আসার আগেই বিয়ের প্ল্যান সেরে ফেলতে চান। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে ২০১৭-এর সেপ্টেম্বরে বিয়ে করবেন তারা। সন্তান জন্মানোর পরই চার হাত এক হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্দাশিয়ান পরিবারের এক ঘনিষ্ঠ বলেছেন, এখনই কোনও প্ল্যান ছিল না ওদের। হঠাত করেই প্রেগন্যান্সির খবরটা জানতে পেরেছে খোলে। ত্রিস্তানের এক্স গার্লফ্রেন্ডও এখন প্রেগন্যান্ট। যদিও সেই খবরটাও স্পোর্টিংলি নিয়েছে খোলে।
সব ঠিক থাকলে প্রথম সন্তানকে কোলে নিয়েই বিয়ে করবেন খোলে কার্দাশিয়ান। আপাতত চলছে মা হওয়ার প্রস্তুতি।



This post has been seen 466 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১