মিলনের সময় মেয়েরা কি চায়?

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

মিলনের সময় মেয়েরা কি চায়?

নিউ সিলেট ডেস্ক ::::   শয্যাসঙ্গিনী নিয়ে কম বেশি ফ্যান্টাসি সকলেরই থাকে৷ কিন্তু আপনি কতটা প্রস্তুত, কতটা পারফেক্ট নিজেকে মেলে ধরার জন্য৷ নিজের পারফরম্যান্সটাতেও তো নজর দেওয়া প্রয়োজন৷ এই ফাঁকে জেনে নিন, এক্ষেত্রে কোন কোন বিষয়গুলি মেয়েদের হট ফেবারিট৷
১) মিলনের আগে এই বেডরুম গেমে একটা কথা মাথায় রাখতেই হবে, চট করে প্রধান বিষয়ে ঢুকে পড়লে চলবে না৷ শল্কপত্রের মতো একটু একটু করে এগিয়ে যেতে হবে, আর সেক্ষেত্রে আপনার সঙ্গিনীর চাহিদা মতোই আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে প্রথম ধাপে৷
২) মিলনের এই সময়ে শিৎকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ আর তা যেন একতরফা না হয়ে যায়৷ আপনার এবং আপনার সঙ্গিনীর এই যৌন শিৎকার এবং কথাবার্তাই আপনাদের মিলনকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে৷
৩) আপনার সঙ্গিনীকে প্রস্তুত হতে যথেষ্ট সময় দিন৷ তাঁর মুড আপনাকেই তৈরি করে দিতে হবে৷ বলপ্রয়োগ নয়, উষ্ণ আলিঙ্গন আর আপনার সিক্রেট ম্যাজিকই সেই আবহ তৈরি করে দিতে পারে৷
৪) নিজের সঙ্গিনীকে যথাযথ মর্যাদা দিন, সে কি চাইছে আগে বোঝার চেষ্টা করুন৷ আই কনট্যাক্ট কিন্তু কটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সময়৷ চোখের ইশারাতেই অনেক না বলা কথা বলা হয়ে থাকে এই বিশেষ সময়ে৷ তাঁর রুপের প্রশংসা থেকে তাঁকে নিয়ে আপনি কতটা সুখী সে কথাও শেয়ার করতে পারেন তাঁর সঙ্গে৷
৫) আরও একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়৷ তা হল, ম্যাজিক ওয়ার্ডস৷ অনেকেই এই বিষয়ে অবগত৷ তাও বলে রাখা ভালো যে, এমন কিছু কিছু কথা আছে যা আপনার পার্টনারকে আরও উদ্বুদ্ধ করবে এই সময়৷ সেই গোপন কথা বা ম্যাজিক ওয়ার্ডস কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে৷
তবে এটুকুই নয়৷ রয়েছে আরও অনেক কিছু৷ থাকতে পারে ব্যতিক্রমও৷ আপনার প্রচেষ্টা ও সফল প্রয়োগের ওপরেই নির্ভর করছে সবকিছু৷



This post has been seen 392 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১