প্রিয়াঙ্কা ব্যাটগার্ল হিসেবে ফিরে এলেন

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭

প্রিয়াঙ্কা ব্যাটগার্ল হিসেবে ফিরে এলেন

নিউ সিলেট ডেস্ক : ব্যাটগার্ল প্রিয়াঙ্কা। এই চরিত্রটা নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরেই। কিন্তু শেষমেষ সামনে এলো সেই ব্যাটগার্ল। প্রিয়াঙ্কা চোপড়ার চোখ থেকে বেরিয়ে আসছে এক নেগেটিভ ঝলক। প্রিয়াঙ্কাকে হয়তো সব চরিত্রতেই আলাদা আলাদাভাবে খুঁজে পায় দর্শক। তবে এই প্রথম ব্যাটগার্ল হিসেবে পাওয়া যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। জস উইডনের হাত ধরে আবারো আমেরিকার মাটিতে পা রাখতে চলেছে প্রিয়াঙ্কা। যদিও এই ছবি নিয়ে অনেকদিন ধরেই আশা করে ছিল প্রিয়াঙ্কা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ব্যাটগার্ল এর চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল বহুদিন ধরে। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সুপার হিরোর রোলটি নিয়ে খুবই আশাবাদী আমি।
কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, বহু হলিউড তারকা অপেক্ষা করেছিলো এই চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু মুম্বাইয়ের এই সুন্দরী সকল নিন্দুকের মুখে কালি মাখিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। কিছুদিন আগে পোশাক বিতর্ককে কেন্দ্র করে গুগল সার্চের শিরোনামে উঠে এসেছিলো প্রিয়াঙ্কা।
পাশাপাশি ব্যাটগার্ল হিসেবে প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন কতটা মেনে নিবে নিন্দুকেরা সেটাই দেখার পালা। ‘বেওয়াচ’, কোয়ান্টিকোর’ পর ব্যাটগার্ল প্রিয়াঙ্কাকে দর্শক কতোটা মেনে নেবে, কতোটা হিট হবে হলিউডে তার জন্য অপেক্ষা কয়েকটা দিন।



This post has been seen 466 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১