সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : লুধিয়ানা আদালত থেকে বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন রাখি সাওয়ান্ত। কিন্তু সেই মুক্তি বেশি সময় টিকল না। জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের তার বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ওই আদালত। ৭ আগস্ট তাকে তলব করেছেন ওই আদালত।
ঘটনাটা আসলে কী?
বলিউড ‘ড্রামা কুইন’-এর কাণ্ডকারখানা জানতে হলে একটু পিছিয়ে যেতে হবে। গত বছর একটি টিভি শো-তে গিয়ে বাল্মীকি মুনি প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করায় শালীনতা পেরনোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অনুষ্ঠানটিতে কথা চলছিল তার বন্ধু, বলিউডের জনপ্রিয় গায়ক মিকা-কে নিয়ে। অভিযোগ, সেই অনুষ্ঠানে রাখি মন্তব্য করেন, বাল্মীকি যেমন দস্যু থেকে রত্নাকর হয়ে উঠেছিলেন। তার বন্ধু মিকা তেমনই অনেক বদলে গিয়েছেন। এ ধরনের মন্তব্য করেই ফেঁসে যান রাখি। অভিনেত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ‘বাল্মীকি কমিউনিটি’র সদস্যরা। তাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু আদালতের নির্দেশকে থোরাই কেয়ার করেন রাখি! পুলিশকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলেন রাখি। আদালতে হাজিরা দেওয়া তো দূরে থাক, গ্রেফতার করতে গিয়ে রাখির বাড়ি খুঁজে পায়নি পুলিশ! পরে জানা যায়, পুলিশের খাতায় রাখির দেওয়া ঠিকানা ভুল ছিল।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, চলতি বছর ফের রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে লুধিয়ানা আদালত। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার বোরকার আড়ালে মুখ ঢেকে, আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন রাখি। দু’লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও পান অভিনেত্রী।
তাহলে ফের পরোয়ানা জারি কেন?
নিউজ এইট্টিনের খবর অনুযায়ী, পরের দিন অর্থাৎ শুক্রবার (৭ জুলাই) মামলার নির্ধারিত শুনানি ছিল। পুলিশকেও সে বিষয়ে আগাম সতর্ক করেছিল আদালত। সে দিনও আদালতে হাজিরা দেননি রাখি। আর সে কারণে আদালত তার বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি