সমালোচকরাই আমার শুভাকাঙ্ক্ষী

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৭

সমালোচকরাই আমার শুভাকাঙ্ক্ষী

নিউ সিলেট ডেস্ক : সমালোচনা ও যত্ন। দু’টিই জীবনে সমান্তরালভাবে চলা একই পথের পথিক। সমালোচকরাই জীবনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। এ বিশ্বাস, বলিউড শাহেনশার। সম্প্রতি অমিতাভ বচ্চন তার অফিশিয়াল ব্লগে লিখেছেন, ‘যখন কেউ আপনার সমালোচনা করেন, মনে রাখবেন তিনি আপনার জন্য সবচেয়ে বেশি ভাবেন। এটা সবার উপভোগ করা উচিত। এটা আমার কথা নয়। তবে এ কথাগুলোকে আমি খুব সম্মান করি।’
৭৪ বছর বয়সে এসে হঠাৎ ‘সমালোচনা’ নিয়ে ভাবতে বসলেন কেন বিগ বি? হঠাৎ করে কেনই বা তার এমন উপলব্ধি? স্বাভাবিক ভাবে এ প্রশ্ন উঠতেই পারে। সে ক্ষেত্রে একটু পিছিয়ে গিয়ে ভাবতে হবে। অমিতাভ বচ্চন। বলিউড শাহেনশা। এ নামটা প্রায় চার দশক ধরে একই ওজন ধরে রেখেছে। অভিনয় নিয়ে কাটাছেঁড়া, ফ্লপ-হিটের পরিসংখ্যান, প্রেম-পরকীয়ার অভিযোগ, সম্পত্তি, পরিবার— এ ধরনের বহু বিষয়ের ‘গসিপ’-এ নাম জড়িয়েছে অমিতাভের। কিন্তু সমালোচনাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়েছেন অমিতাভ। ‘পিঙ্ক’ ছবিতে অমিতাভের পারফরম্যান্স নিয়ে তাকে সমালোচনায় বিদ্ধ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। ওই বিচারপতি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘অমিতাভের মাথায় কি কিছু আছে? আর তাকে নিয়েই মিডিয়া এত মাতামাতি করে। তাদের মাথাও ফাঁকা বোধ হয়!’ এর জবাবে অমিতাভ বলেছিলেন, ‘উনি (কাটজু) ঠিকই বলেছেন, আমার মাথায় কিছুই নেই।’ এটাই প্রথম বার নয়। এর আগেও তার সহকর্মীদের কাছে অপমানিত হতে হয়েছে অমিতাভকে। তার বিরুদ্ধে লোভ এবং শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছেন কেউ কেউ।
অমিতাভের সমসাময়িক অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং কাদের খান তাকে ‘মনোযোগ আকর্ষণকারী’ বলে অভিযোগ তুলেছেন। বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিগ বি-র বন্ধু তথা রাজনীতিবিদ অমর সিংও। বলেছিলেন, অমিতাভ বচ্চন লোভী। তিনি দেউলিয়া অবস্থায় অমর সিং এর কাছ থেকে বহু সাহায্য নিয়েছিলেন। অথচ অমর সিং এর প্রয়োজনে গুরুত্ব দেননি। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্লড সায়লি ভগত ২০১১ সালে একবার অমিতাভের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। পুলিশে অভিযোগ দায়ের করার পর সায়লি জানান, তিনি সাইবার জালিয়াতির শিকার। তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ইমেইল করা হয়েছে। পরে অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করেন অভিনেত্রী। ক্ষমাও চেয়ে নেন। এ ছাড়া জয়া-অমিতাভের এক বাড়িতে না থাকা নিয়েও গসিপ চলেছে। সমালোচনা হয়েছে। আর রেখার সঙ্গে অমিতাভের প্রেমের সম্পর্ক নিয়ে ‘এভারগ্রিন’ বিতর্ক তো রয়েইছে। কিন্তু এসবের পরও কোনোদিন বিচলিত হননি অমিতাভ। বরং দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন সবটা। জীবনের বিভিন্ন ধাপে এ সমালোচনাই হয়তো তাকে মানসিকভাবে এতটা শক্তিশালী করেছে। নিজের ব্লগে লিখে যেন সে কথাই বলতে চেয়েছেন বিগ বি। হয়তো পরোক্ষভাবে তার ‘সমালোচক’দেরই ধন্যবাদ জানাতে চেয়েছেন।



This post has been seen 466 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১