অভিনেতা রাতিন আর নেই

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৭

 অভিনেতা রাতিন আর নেই

নিউ সিলেট ডেস্ক : চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা আব্দুর রাতিন। মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বেলা সাড়ে তিনটায় তার জানাজা এফডিসিতে অনুষ্ঠিত হবে। এরপর স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর এ তথ্য জানিয়েছেন। বেশ কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাতিন। প্রথমে চিকুনগুনিয়ায় ভুগছিলেন তিনি। পরে লিভার ও কিডনিজনিত জটিলতারও চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তিনি প্রফেসর এ কে এম আমিনুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। রাতিন বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দেবদাস, হারানো সুর, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, চোরের বউ, মহান বন্ধু, লালু সর্দার, স্বার্থপর প্রভৃতি। এ ছাড়া তার অভিনীত নাটকের সংখ্যা শতাধিক।



This post has been seen 475 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১