বিদায় নিলেন নায়করাজ রাজ্জাক

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

বিদায় নিলেন নায়করাজ রাজ্জাক

নিউ সিলেট ডেস্ক : বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফির রহমান গুলজার রাজ্জাকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার বিকেলে হার্ট অ্যাটাক করেন নায়করাজ। সেই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে মারা যান তিনি। মৃত্যুকালে নায়করাজ রাজ্জাক স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পাওয়া এ অভিনেতার মৃত্যুসংবাদ শুনে তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।



This post has been seen 434 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১