কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৭

কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

নিউ সিলেট ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের অবস্থার অবনতি হয়েছে। বলা চলে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি কি দেখছো কভু জীবনের পরাজয়’— এমন হাজারো সাড়া জাগানো গানের কিংবদন্তি এ শিল্পী শনিবার রাত থেকে কোমায় রয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক ফোরামের সভাপতি ডা. ইকবাল আরসালন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার রাত থেকেই আব্দুর জব্বার সংজ্ঞাহীন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার রক্তচাপ দ্রুত নেমে যাচ্ছে। শরীরের অন্য অর্গানগুলোও কাজ করছে না। তাই অবস্থা একদমই ভাল না। আজ রোববার সকালে শিল্পীর স্ত্রী হালিমা জব্বারও একই কথা জানান।
তিনি বলেন, তার অবস্থা আগের মতই, কোনো পরিবর্তন নেই। সবাই তার জন্য দোয়া করবেন। তিন মাস যাবৎ আইসিইউতে চিকিৎসাধীন আছেন আব্দুল জব্বার। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। শনিবার দুপুরে অবস্থার অবনতি ঘটলে রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। ৬ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন আব্দুল জব্বার। তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দেশের সর্বোচ্চ ৩টি পুরস্কারে ভূষিত হয়েছেন। বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পদক (১৯৯৬)। ১৯৩৮ সালে ৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন আব্দুল জব্বার। ১৯৫৮ সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাইতে শুরু করেন তিনি। ১৯৬২ সালে তিনি প্রথম চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন। ১৯৬৪ সাল থেকে তিনি বিটিভিতে (তৎকালীন পাকিস্তান টেলিভিশন করপোরেশন) নিয়মিত গান গাইতে শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হারমোনিয়াম কাঁধে নিয়ে কলকাতায় বাংলাদেশি শরণার্থী শিবির ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলোতে গান শুনিয়ে উদ্বুদ্ধ করেছেন আব্দুল জব্বার। ভারতের বিভিন্ন জায়গায় গান করে তৎসময়ে ভারতীয় ১২ লাখ রুপী তহবিল সংগ্রহ করে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের হাতে তুলে দিয়ে ছিলেন তিনি।pb/ns/-



This post has been seen 906 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১