শতাধিক হলে ববির ‘ওয়ান ওয়ে’

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

শতাধিক হলে ববির ‘ওয়ান ওয়ে’

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী নির্মাণ করেছেন ‘ওয়ান ওয়ে’ শিরোনামের সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন, ববি, বাপ্পি চৌধুরী। আগামীকাল শুক্রবার সিনেমাটি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এজন্য ইতিমধ্যে একশ হল বুকিং করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। হল সংখ্যা বাড়তে পারে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক বলেন, ‘গতকাল ‘ওয়ান ওয়ে’ সিনেমাটির একশ হল বুকিং হয়েছে। আজ আরো কয়েকটি হল বুকিংয়ের কথা চলছে। সিনেমাটির গল্প মৌলিক। দর্শক দেখে বলতে পারবে না অন্য সিনেমার নকল করা হয়েছে। এজন্য হল মালিকগনও সিনেমাটি নিতে আগ্রহী। আশা করছি দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে।’

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অ্যাড্রেস’র ব্যানারে নির্মিত এ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও আনিসুর রহমান মিলন। এছাড়া এতে আরো অভিনয় করেছেন ড্যানি সিডাক, শিমুল খান, ডা. বাবু, সীমান্তসহ আরো অনেকে।

এ সিনেমার গল্পে দেখা যাবে, গডফাদার ড্যানি সিডাকের দলে কাজ করেন মিলন, বাবু ও বাপ্পি। একপর্যায়ে তাকে মেরে নিজেই গডফাদার বনে যান মিলন। এর কিছুদিন পর রহস্যজনকভাবে খুন হন মিলন ও বাবু। ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বাপ্পি। তার অভিযানে যোগ দেয় ববি। কিন্তু একপর্যায়ে জানা যায়, ববি আসলে প্রথম গডফাদারের মেয়ে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে গান রয়েছে পাঁচটি। গানগুলোর সুর ও সংগীতায়োজন করছেন অদিত। নৃত্য পরিচালনা করছেন তানজিল।



This post has been seen 536 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১