সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: অভিনেত্রী পারভীন সুলতানা দিতি আর নেই, কিন্ত রয়ে গেছে তার অভিনয়ের স্বাক্ষর। তার অভিনীত শেষ ছবিটি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। শফিক হাসান পরিচালিত ছবিটির নাম ‘ধূমকেতু’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও পরী মণি। ছবিটি মুক্তি উপলক্ষে আগামীকাল সকালে দিতির কবর জিয়ারত করে বিভিন্ন সিনেমা হলে যাবেন পরিচালক। ছবির শিল্পী ও কলাকুশলীরাও পরিচালকের সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
শাফিক হাসান বলেন ‘আমরা আগামীকাল দিতি ম্যাডামের কবর জিয়ারত করে দিনটা শুরু করব। তারপর বিভিন্ন সিনেমা হলে যাব। আমার সাথে ছবির কলাকুশলীদের যাওয়ার কথা রয়েছে। ম্যাডামকে অনেক বেশি মিস করছি। সবার আগে উনার দোয়া নিতে চাই।
পরিচালক আরো বলেন, ‘যখনই দিতি ম্যাডাম স্ক্রিনে এসেছেন তখনই আমার চোখে পানি চলে এসেছে। আমি তখন বাইরে চলে এসেছি। উনার সাথে অনেক কাজ করেছি। ভাবতেই খারাপ লাগে যে আর কোনোদিন তার সঙ্গে কাজ করতে পারব না।
ছবিতে দিতির ভূমিকা নিয়ে পরিচালক বলেন, ‘ছবিতে দিতি ম্যাডাম পরী মণির মায়ের চরিত্রে অভিনয় করেছেন। সম্ভ্রান্ত পরিবারের আধুনিক মা। ছবিটা দেখলে দর্শকদের মনে হবে যে তিনি ছাড়া আর কেউ এই চরিত্রে অভিনয় করতে পারতেন না। আমিও এই কারণে উনাকে নিয়েছিলাম। উনি মারা যাওয়ার পর এখন সবাই চিন্তা করছে এমন মা আমরা কোথায় পাব। কারণ অল্প কয়েকজন শিল্পী মা চরিত্রে অভিনয় করেন। কিন্ত সবাইকে দিয়ে শক্তিশালী চরিত্রে কাজ করানো সম্ভব নয়। সবাই দোয়া করবেন তার জন্য।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি। মা-বাবার কবরের পাশেই শেষ ঠিকানা হয় প্রয়াত এই চিত্রনায়িকার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার লাশ। তিনি জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ৩১ মার্চ, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে।
১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন দিতি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্ত ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি