মেয়ের ছবি প্রকাশ করলেন রানী

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬

মেয়ের ছবি প্রকাশ করলেন রানী

নিউ সিলেট ডেস্ক :::::  মেয়ের ছবি প্রকাশ করলেন রানী মুখার্জী। সন্তানের প্রথম জন্মদিনে এই ছবি প্রকাশ করলেন তিনি।
রানী ও আদিত্য চোপড়ার মেয়ের ছবি নিয়ে গত এক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল ছিল। রানীর মেয়ের ছবি বলে অনেকেই ভুয়া ছবিতে প্রকাশ করেন। এসব ছবি দেখে রানী জানিয়েছিলেন ওগুলো তার মেয়ে আদিরার ছবি নয়। অবশেষে রানী নিজেই মেয়ের ছবি প্রকাশ করলেন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘুমন্ত মেয়ের সঙ্গে রয়েছেন মা রানিও। যশ রাজ ফিল্মসের টুইটারে রয়েছে সে ছবি।
২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছিলেন রানি। বলিউডি জৌলুস থেকে অনেকটা দূরে ইতালিতে ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের সঙ্গে করেছিলেন বিয়ের অনুষ্ঠান। ব্যক্তিগত জীবন সবসময়ই পর্দার আড়ালে রেখেছেন এই দম্পতি। সুতরাং মেয়েকেও যে মিডিয়ার স্পটলাইট থেকে দূরে রাখবেন এটাই স্বাভাবিক। তবে এতদিনে আদিরাকে সকলের সামনে আমার সঠিক সময় হয়েছে বলেই মনে করেন তারা।capture_6
জন্মদিনে মেয়েকে একটি খোলা চিঠিও লিখেছেন নায়িকা। মা হওয়ার কী ভাবে তার জীবন বদলে গিয়েছে শেয়ার করেছেন সে কথাও। রানি লিখেছেন, ‘আমি এখন আগের থেকে অনেক শান্ত হয়ে গিয়েছি, ধৈর্য বেড়েছে, অনেক কিছু এখন ক্ষমা করতে শিখেছি। এটা হয়েছে এক রাতের মধ্যেই। যখন জানলাম আমি মা হয়েছি। আশা করি কোনও ভয় ছাডা আমি আদিরাকে বড় করে তুলতে পারব। অনেক সাহস, নিয়ম, জ্ঞান, ভাল ব্যবহার ওকে শেখাতে পারব। আমি চাই ওর জন্য সকলে গর্বিত হোক। যদি কেউ ওকে নিয়ে গর্ব নাও করে মা হিসেবে আমি ওকে নিয়ে সারাজীবন গর্ব করব।



This post has been seen 497 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১