ট্রেনে দিল্লি সফর ‘রেইস’ এর প্রচারে শাহরুখান

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

ট্রেনে দিল্লি সফর ‘রেইস’ এর প্রচারে শাহরুখান

নিউ সিলেট ডেস্ক :::: ছবির প্রচার যে কী ভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা বোধহয় তার কাছ থেকে শেখা উচিত। অনেক দিন আগে থেকেই ইন্ডাস্ট্রিতে নিজের মার্কেটিং মাইন্ড দিয়ে সকলের সম্ভ্রম আদায় করে নিয়েছেন। তিনি শাহরুখ খান। যে কোনও ছবির প্রোমোশনে নিজে হাজির থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তার আসন্ন ছবি ‘রইস’। শোনা যাচ্ছে তার প্রচারে আগামী সোমবার মুম্বই থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে সফর করবেন বলি বাদশা।
প্রযোজক রীতেশ সিদ্ধবাণীর কথায়, ‘‘আমাদের সকলেরই ট্রেনে চড়তে ভাল লাগে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি। এই ট্রেন সফর নিয়ে আমরা সকলে উত্তেজিত। সোমবার অগস্ত ক্রান্তি রাজধানী এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরাও থাকবেন। ট্রেনটি আন্ধেরি, বরিভালি, সুরাত, ভদোদরা, কোটা, মথুরা সহ কয়েকটি জায়গায় থামবে। আগামী বুধবার মুক্তি পেতে চলেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। এই প্রথম শাহরুখ-মাহিরা ম্যাজিক পর্দায় দেখবেন দর্শক।



This post has been seen 574 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১