মিস ইউনিভার্স-এর বিচারকের আসনে সুস্মিতা সেন

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

মিস ইউনিভার্স-এর বিচারকের আসনে সুস্মিতা সেন

নিউ সিলেট ডেস্ক :::  মিস ইউনিভার্স সুস্মিতা সেন এখন আর নিয়মিত নন বলিউড চলচ্চিত্রে। বেশির ভাগ বি-টাউন পার্টিতেও তিনি অনুপস্থিত। স্বাভাবিকভাবেই তাই ইদানিং কোনও খবরে নেই তার নাম। তবে ২৩ বছর পর আবার চেনা মঞ্চেই ফিরছেন সুস্মিতা। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে। তবে প্রতিযোগী হিসেবে নয়, থাকবেন এর বিচারক হিসেবে।
গত নভেম্বরেই ৪১-এ পা দিয়েছেন তিনি। ২০১৭-র ৬৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বিচারক হিসেবে ডাক পেয়ে বেজায় খুশি সুস্মিতা সেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা জানালেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, ‘‘যে ম্যানিলা তাকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব এক্সাইটেড। এ বারের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন রশ্মিতা হরিমূর্তি। অদ্ভুত ভাবেই যে বছর আর্থাত্, ১৯৯৪-এ ফিলিপিনসের ম্যানিলায় বিশ্বসুন্দরীর মুকুট উঠেছিল সুস্মিতার মাথায়, সে বছরই বেঙ্গালুরুতে জন্ম রশ্মিতার। ৩০ জানুয়ারি চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা হবে। ওই দিন এই আসরে বিচারকের আসনে সুস্মিতার উপস্থিতি এবং এ বারের ভারতীয় প্রতিযোগী রশ্মিতা হরিমূর্তি—দু’য়ের টানে টিভির পর্দায় নজর রাখবেন লক্ষ লক্ষ ভারতীয়।



This post has been seen 567 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১