ঐশ্বর্যকে খুন করতে চান করণ জোহর

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

ঐশ্বর্যকে খুন করতে চান করণ জোহর

নিউ সিলেট ডেস্ক ::: করণ জোহর নাকি ঐশ্বর্য রাইকে খুন করবেন। এমন কথাই বললেন তার শো কফি উইথ করণে। না না, বাস্তবে একেবারেই তিনি এমন করবেন। কিন্তু কেন এমন মন্তব্য করলেন করণ?
‘কিল-ম্যারি-হুকআপ’, অর্থাৎ কাকে খুন করবেন, কাকে বিয়ে করবেন আর কারো সাথে ডেট করবেন-  শোতে আসা সেলিব্রিটিদের সবসময়ই এই প্রশ্ন করেন করণ। কিন্তু করণকেই উলটে এই প্রশ্ন করলেন আলিয়া ভাট। তাও আবার কফি উইথ করণে। আলিয়া জিজ্ঞাসা করেন যে দীপিকা, ক্যাটরিনা ও ঐশ্বর্যের মধ্যে কাকে করণ খুন করতে চান, কাকে বিয়ে করতে চান ও কার সঙ্গে ডেট করতে চান । উত্তরে করণ বলেন যে দীপিকাকে তিনি বিয়ে করতে চান, ক্যাটরিনার সঙ্গে  ডেট করতে চান আর ঐশ্বর্যকে তিনি খুন করতে চান।
কেন ঐশ্বর্যকে খুন করতে চান করণ? উত্তরে করণ বলেন “আমি আর অভিষেক একসঙ্গে বড় হয়েছি। তাই বিয়ে বা ডেট কোনটার জন্যই আমি ঐশ্বর্যকে বেছে নিতে পারবো না। পারিবারিক সম্পর্কের জন্য খুন করার জন্যই তাকে বেছে নিতে হবে!



This post has been seen 503 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১