কৌন বনেগা ক্রেড়পতিতে আর দেখা যাবেনা বচ্চনকে

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

কৌন বনেগা ক্রেড়পতিতে আর দেখা যাবেনা বচ্চনকে

নিউ সিলেট ডেস্ক :::: কৌন বনেগা ক্রোড়পতি’-এর সঞ্চালকের আসনে আর দেখা যাবে না বিগ-বি কে৷ এমনই গুঞ্জনে আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে বি-টাউনে৷‘Who Wants to Be a Millionaire?-এর আদলে তৈরি এই গেম শো-এ আকর্ষনের মূল কেন্দ্রবিন্দুই ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন৷ সেই বিগ-বি হয়তো সঞ্চালকের ভূমিকা থেকে এবারে সরে দাঁড়াতে চলেছেন৷
২০০০ সাল থেকে শুরু হওয়া এই গেম শো-এর টিআরপি ছিল নজরকাড়া৷ তার অন্যতম কারনই ছিল মেগাস্টার সঞ্চালকের উপস্থিতি৷সঙ্গে হট সিটে বসে সাধারণ মানুষের. এই খেলাতে অংশগ্রহণই ছিল অনুষ্ঠানটির ইউএসপি৷হট সিটে অমিতাভ বচ্চনের মুখোমুখি বসে খেলার উৎসাহে আসতেন সারা দেশ থেকে বচ্চনের অনুরাগীরা৷
তবে এই সঞ্চালকের ভূমিকায় একটি সিজনের জন্য দেখা গিয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানকে৷ অন্যান্য কর্মাশিয়াল শো-এর থেকে এই অনুষ্ঠানের টিআরপি নিঃসন্দেহে অনেকাংশে বেশি বলাই যায়৷ এক কথায়, ভারতীয় টেলিভিশনে যেন বিপ্লব এনেছিল এই ‘কৌন বনেগা ক্রোড়পতি’৷
কানাঘুষো শোনা যাচ্ছে রনবীর কাপুরকে হয়তো সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে এবার৷তবে এই খবরটি যদি সত্য হয় তাহলে পরবর্তী এপিসোড থেকে হট সিটের বিপরীতে আর কিন্তু বিগ-বি নন, দেখা যাবে ঋষি-পুত্রকে৷ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র তরফ থেকে যদিও এই বিষয়ে এখনও সুনিশ্চিত করে কিছু বলা হয়নি৷



This post has been seen 649 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১