‘প্রথম দর্শনে প্রেম নয়’

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

‘প্রথম দর্শনে প্রেম নয়’

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে অনেক দিন ধরেই প্রেম করছেন এই অভিনেত্রী।

কিন্তু হৃদয়ের লেনাদেনার ক্ষেত্রে অনেক বেশি বাস্তববাদী তিনি। প্রথম দর্শনে প্রেমে পড়ার তত্ত্বে বিশ্বাসী নন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন আনুশকা।

এ প্রসঙ্গে আনুশকা শর্মা বলেন, ‘আমি ভীষণ বাস্তববাদী মানুষ। প্রথম দর্শনে আমি অন্ধের মতো কারো প্রেমে পড়ি না। হৃদয়ের লেনাদেনার ক্ষেত্রে বাস্তবতাকে বিচার করে থাকি।’

তিনি আরো বলেন, ‘আমি প্রেম বিষয়টাই বুঝি না। আমি কোনো দিন বুঝতেও পারিনি, কোনো পুরুষ আমার প্রেমে পড়েছে কি না। কেউ আমার প্রেমে পড়ে থাকলে তাকে প্ল্যাকার্ড তুলে বলতে হবে।’

আনুশকা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। একটি ব্যর্থ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। কিন্তু ব্যক্তিগত জীবনেও তিনি প্রেমে ব্যর্থ হয়েছেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে আনুশকা জানান, তিনি বাস্তববাদী।

আনুশকা সহজে কাউকে পছন্দ করেননি। কলেজ জীবনে তার বন্ধুরা বিভিন্ন ছেলে-মেয়ের ওপর ক্রাশ (মোহ) থাকত। তখন তার মনে হতো ওদের মধ্যে কোনো গণ্ডগোল রয়েছে। আজও তিনি সবকিছু এড়িয়ে চলেন।



This post has been seen 529 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১