সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৭
নিউ সিলেট ডেস্ক :::: রাজ-শুভশ্রী তারা যে সম্পর্কে জড়িয়েছেন তা নিয়ে টলিউডে জল্পনা নতুন নয়। এক সঙ্গে বেড়াতে যাওয়া হোক বা ক্রিসমাস সেলিব্রেশন— সব জায়গাতেই নাকি এক সঙ্গে দেখা যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বিশেষত অভিনেত্রী মিমির সঙ্গে ব্রেকআপের পর এই সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে নয়া হিস্ট্রি তৈরি হয়েছে টলিউডে। শোনা যাচ্ছে এই জুটি নাকি বিয়ের প্ল্যানও করে ফেলেছেন। সব কিছু ঠিক থাকলে হয়তো এ বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন রাজ-শুভশ্রী।
আপাতত দেব-রুক্মিণীকে নিয়ে ‘চ্যাম্প’-এর শুটিংয়ে ব্যস্ত রাজ। তার মধ্যেই দিন কয়েক আগে সময় বের করে শুভশ্রীর সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। গত ক্রিসমাস রাজের পরিবারের সঙ্গেই সেলিব্রেট করেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই সেলিব্রেশনের ছবি শেয়ার করেছিলেন রাজ নিজেই। গত বুধবার সরস্বতী পুজোর দিনও রাজের প্রোডাকশন হাউসেই দিনভর কাটিয়েছেন শুভশ্রী। পরিচিতদের সঙ্গে রাজ নিজেই তার আলাপও করে দিয়েছেন। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে ‘চ্যাম্প’ রিলিজের পরই নাকি বিয়ে করবেন এই জুটি।
এর আগে দেবের সঙ্গে শুভশ্রীর বিশেষ সম্পর্ক নিয়ে গসিপ ছিল ইন্ডাস্ট্রিতে। পরপর পায়েল ও মিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রাজও। মিমি প্রেম ভেঙে যাওয়ার পরে রাজ-শুভশ্রীকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। তবে সে সময় মিমির সঙ্গে ব্রেকআপ নিয়ে যেমন মুখ খোলেননি, তেমনই শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নিয়েও প্রকাশ্যে রাজ ছিলেন সাইলেন্ট। আবার ইন্ডাস্ট্রিতে যে তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে তাতেও প্রকাশ্যে কোনও কথা বলতে নারাজ পরিচালক। আর শুভশ্রী? বেশ কয়েক বার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। মেলেনি এসএমএসের উত্তরও।
নাম প্রকাশে অনিচ্ছুক টলিউডের বেশ কিছু সূত্র বলছে, যা রটে তার কিছু তো বটে। রাজ-শুভশ্রী যে প্রেম করছেন তা তো ওপেন সিক্রেট। এ বার হয়তো বিয়ের খবরটাই সত্যি। bazar/04/02/2017
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি