য়ুলিয়াকে বলিউডে প্রোমোট সালমানের

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৭

য়ুলিয়াকে বলিউডে প্রোমোট সালমানের

নিউ সিলেট ডেস্ক :::: য়ুলিয়া ভানটুরের সঙ্গে সলমন খানের সম্পর্ক নিয়ে বহু জল্পনা রয়েছে বি-টাউনে। কয়েক মাস আগে য়ুলিয়া ফিরেও গিয়েছিলেন রোমানিয়ায়। সে সময় অনেকেই ভেবেছিলেন, তাদের সম্পর্ক বোধহয় আর নেই। কিন্তু ফের ভারতে ফিরে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে এই জুটিকে। খান বাংলোতে য়ুলিয়াকে দেখা গিয়েছিল সলমনের জন্মদিনেও। এখন শোনা যাচ্ছে, য়ুলিয়াকে বলিউডে এন্ট্রি দেওয়ার জন্য নাকি সব রকম কানেকশন কাজে লাগাচ্ছেন ভাইজান। সূত্রের খবর, একটি ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে নাকি ইতিমধ্যেই সলমনের হস্তক্ষেপে চুক্তিও হয়ে গিয়েছে য়ুলিয়ার। অভিনয় হোক বা মডেলিং— যে কোনও ভাবে বলিউডে কেরিয়ার শুরু করতে পারেন এই রোমানিয়ান মডেল।
এক সময় ক্যাটরিনা কইফের সঙ্গেও সল্লু মিঞার সম্পর্কের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, ক্যাটরিনাকেও নাকি তার কেরিয়ারের শুরুর দিকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছিলেন সলমন। আবার তার পছন্দের অভিনেত্রী ডেইজি শাহকেও ওই একই ম্যানেজমেন্ট কোম্পানির কর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। যদিও ডেউজির কেরিয়ার এখনও পর্যন্ত খুব একটা এগোয়নি। বলি মহলের একটা অংশের মতে, যে বান্ধবীদেরই কেরিয়ারে সাহায্য করেছেন সলমন, তাদের সঙ্গেই আর ব্যক্তিগত সম্পর্ক এগোয়নি। য়ুলিয়ার ক্ষেত্রেও কি তাই অপেক্ষা করছে?



This post has been seen 500 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১