দঙ্গলে পুড়ছেন কঙ্গনা

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭

দঙ্গলে পুড়ছেন কঙ্গনা

নিউ সিলেট ডেস্ক :::: সত্যি কথা মুখের উপর স্পষ্ট ভাবে বলতে তিনি ভালবাসেন। তা সে যতই কঠিন হোক। অন্তত ইন্ডাস্ট্রি তাকে সে ভাবেই চেনে। সেই ধারা বজায় রেখেই ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত। ‘কফি উইথ করণ’-এর সেটে গিয়ে বললেন, ‘‘আমির খানের দঙ্গল হিট হওয়ার খুব হিংসে হয়েছে আমার।
কঙ্গনার এই মন্তব্য শুনে হতবাক গোটা বলিউড। যেখানে সকলেই ‘দঙ্গল’-এর প্রশংসা করছেন, সেখানে এমন বিরূপ মন্তব্য কেন? ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসেছিলেন কঙ্গনা ও সইফ। সেখানে হোস্ট কর্ণ জোহরের প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন এ কথা। তবে কেন তার হিংসে হয়েছে সে ব্যাখ্যাও দিয়েছেন নায়িকা। তার কথায়, ‘‘আসলে দঙ্গল এত টাকা রোজগার করেছে সেটা দেখেই আরও হিংসে হচ্ছে আমার।
কঙ্গনার এই ব্যখ্যা শুনে বি-টাউনের একটা অংশ বলছে, কঙ্গনার মতো এমনটা হয়তো অনেকেই ভাবেন, কিন্তু প্রকাশ্যে বলেন না। তাই কঙ্গনা সত্যি কথা বলে কিছু ভুল করেননি। আর একটা অংশের মতে, প্রকাশ্যে এ ভাবে হিংসের কথাটা না বললেই ভাল করতেন নায়িকা। আগামী রবিবার টেলিকাস্ট হবে ওই এপিসোড।



This post has been seen 492 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১