আবার একসঙ্গে অমিতাভ-রেখা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

আবার একসঙ্গে অমিতাভ-রেখা

নিউ সিলেট ডেস্ক :::::  অমিতাভ বচ্চন এবং রেখা একসঙ্গে মানেই যাবতীয় স্পটলাইট থাকবে তাদের ওপরেই। সে রিল লাইফ হোক বা রিয়েল। সম্প্রতি ফের একই ছাদের তলায় দেখা গেল এই দুই তারকাকে। সৌজন্যে রণধীর কপূরের ৭০তম জন্মদিন। গত বুধবার কপূর বাংলোতেই রণধীরের জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন তার দুই মেয়ে করিনা ও করিশ্মা কপূর। সেখানেই হাজির ছিলেন এই দুই হেভিওয়েট সেলেব। কপূর পরিবারের সব সদস্যদের সঙ্গে নাকি দাদুর জন্মদিনে ছিল ছোট্ট তৈমুরও। না! ক্যামেরার সামনে তাকে আনেননি সইফ-করিনা। তবে যাবতীয় স্পটলাইট ছিল অমিতাভ-রেখার ওপরই। গাড়ি থেকে নেমে ক্যামেরার সামনে পোজ দেন দু’জনেই। তারপরই ঢুকে যান বাংলোর ভিতর। সেখানে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলেছেন কি না তা নিয়ে কৌতূহলী হয়ে পড়েন অনুরাগীরা। সূত্রের খবর, একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন তাঁরা। তবে কথোপকথন এর থেকে বেশি এগোয়নি।



This post has been seen 425 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১