সলমনকে ভালবাসি!

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৭

সলমনকে ভালবাসি!

নিউ সিলেট ডেস্ক ::::: বেফাঁস মন্তব্য করেছেন। বেকায়দায় পড়েছেন। এ বার তা থেকে মুক্তির উপায় খুঁজছেন পাক অভিনেত্রী সাবা কামার। আর তা করতে গিয়েই জানালেন, তিনি সলমন খানকে ভালবাসেন! বিষয়টা ঠিক কী?
সম্প্রতি ২০১৫ সালে সাবার এক সাক্ষাত্কারের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, তিনি বলিউডের বেশির ভাগ অভিনেতাকে হেনস্থা করে কথা বলেছেন। আর তা ফাঁস হওয়ার পরই বলিউডে প্রবল সমালোচনার মুখে পড়েছেন নায়িকা। তার পরই তাঁর স্বীকারোক্তি, আমি সলমন খানকে ভালবাসি, শ্রদ্ধা করি, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মান করি। তার দাবি, পাকিস্তানে অনুষ্ঠিত ‘গুড মর্নিং জিন্দেগি’ আসলে একটি মজার শো। তিনি সেই মুহূর্তে মজা করেই বলিউডের বিভিন্ন অভিনেতা সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন।
কেমন সেই মন্তব্য জানেন? ওই ভিডিওতে দেখা যায়, সলমনকে ‘ছিছোরা’ বলে আক্রমণ করেন সাবা। সলমন নাচতে পারেন না, এমন মন্তব্যও করেন। হৃত্বিক রোশনের সঙ্গে ছবি করতে অস্বীকার করেন, কারণ তিনি দুই সন্তানের বাবা। ইমরান হাশমি সম্পর্কে সাবার মত, মুখের ক্যানসার এড়াতে তিনি কখনও তাঁর সঙ্গে অভিনয় করবেন না। প্রথমে রণবীর কপূরের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে রাজি ছিলেন। পরে অবশ্য জানান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করছেন বলেই রণবীরের সঙ্গে অভিনয় করবেন। রীতেশ দেশমুখ সম্পর্কে সাবার মন্তব্য, বলিউডের বি-গ্রেড অভিনেতার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন না, কারণ তিনি পাকিস্তানের এ-গ্রেড অভিনেত্রী!
আপাতত এই বিতর্ক থেকে রেহাই পেতেই সাবা অন্য সুর গাইছেন বলে মনে করছেন বলিউডের একটা বড় অংশ। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিও তাকে খুব একটা ভাল চোখে দেখছে না।



This post has been seen 473 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১